In this article, You can exam the 10th BCS Preliminary General Knowledge Question. You also read Bangla Question and Answer from this article.
If you want to read General Knowledge Question and answer, Go to the last portion of this page and Press শেষ করুন. Then you will find the answer to each question.
আপনি এখান থেকে ১০ম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার সাধারণ জ্ঞান প্রশ্নপত্রে পরীক্ষা দিতে পারবেন। আপনি যদি পরীক্ষা না দিয়ে পড়তে চান, তাহলে এই পৃষ্ঠার শেষে গিয়ে শেষ করুন চাপুন। তাহলে আপনি সঠিক উত্তরগুলো দেখতে পারবেন এবং সহজে পড়তে পারবেন।
Lets begin 10th BCS Preliminary General Knowledge Question Exam
#2. ভৌগোলিকভাবে গুরুত্বপূর্ণ যে কাল্পনিক রেখাটি বাংলাদেশের ওপর দিয়ে গেছে-
#3. বাংলাদেশ গণপ্রজাতন্ত্রের ঘোষণা হয়েছিল –
#4. গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান প্রবর্তিত হয় –
#5. বিখ্যাত সাধক শাহ সুলতান বলখীর মাজার কোথায় ?
#6. ইউরোপীয় বণিকদের মধ্যে কারা প্রথম বাংলায় এসেছিল?
#7. পাহাড়পুর বৌদ্ধ বিহারটি কী নামে পরিচিত ছিল ?
#8. বাংলার নববর্ষ পহেলা বৈশাখ চালু করেছিল –
#9. বাংলাদেশে চিনামাটির সন্ধান পাওয়া গেছে –
#10. ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় কত সালে?
#11. ঢাকার বিখ্যাত তারা মসজিদ তৈরি করেছিলেন –
#12. বাংলাদেশের লোকশিল্প যাদুঘর কোথায় অবস্থিত?
#13. বাংলায় চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করা হয় কোন সালে ?
#14. কোন মোঘল সম্রাট বাংলার নাম দেন ‘জান্নাতবাদ’?
#15. উপমহাদেশীয়দের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম ভাইস চ্যাঞ্চেলর-
#16. ১৯৮৮ সালে সিউল অলিম্পিকে বাংলাদেশের কোন ভাস্করের শিল্পকর্ম প্রদর্শনীতে স্থান পায়?
#17. ঢাকায় সর্বপ্রথম কবে বাংলার রাজধানী স্থাপিত হয় ?
#18. পূর্বাশা দ্বীপের অপর নাম –
#19. সার্কের প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়—-
#20. বাংলাদেশকে স্বীকৃতি দানকারী প্রথম আরব দেশ কোনটি?
#21. পিএলও(PLO)-এর সদর দপ্তর হল –
#22. জাতিসংঘের প্রথম মহাসচিব কে ছিলেন ?
#23. বর্তমানে জাতিসংঘের সদস্য সংখ্যা —
#24. ইসলামী সম্মেলন সংস্থার সচিবালয় অবস্থিত –
#25. সাধারণ পরিষদের নিয়মিত অধিবেশন শুরু হয় –
#26. যে দেশ এস.ডি.আই প্রতিরক্ষা কর্মসূচি গ্রহণ করেছে –
#27. ব্রিটেনের প্রশাসনিক সদর দপ্তরকে বলা হয় –
#28. দ্বিতীয় মহাযুদ্ধে জার্মানি আত্মসমর্পণ করে –
#29. হিরোশিমায় এটম বোম ফেলা হয়েছিল—-
#30. কঙ্গোকে বিদেশি শাসন থেকে মুক্ত করার লড়াইয়ে চিরস্মণীয় নাম –
#31. নিরাপত্তা পরিষদের এশীয় আসনে বাংলাদেশের প্রতিদ্বন্দী ছিল –
#32. IMF এর সদর দপ্তর কোথায়?
#33. নিকারাগুয়ার কন্ট্রা বিদ্রোহীরা কোন দেশের সমর্থনপুষ্ট ছিল?
#34. ‘ব্যাবিলনের ঝুলন্ত উদ্যান’ কোন দেশে অবস্থিত ?
#35. ইতিহাস বিখ্যাত ট্রয় নগরী কোথায় ?
More Exam Link