40th BCS Preliminary Science Question Exam with Answer

In this article, You can exam the 40th BCS Preliminary Science Question. You also read Science Question and Answer from this article.

If you want to read Science Question and answer, Go to the last portion of this page and Press শেষ করুন. Then you will find the answer to each question.

আপনি এখান থেকে ৪০তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার সাধারণ জ্ঞান প্রশ্নপত্রে পরীক্ষা দিতে পারবেন। আপনি যদি পরীক্ষা না দিয়ে পড়তে চান, তাহলে এই পৃষ্ঠার শেষে গিয়ে শেষ করুন চাপুন। তাহলে আপনি সঠিক উত্তরগুলো দেখতে পারবেন এবং সহজে পড়তে পারবেন।

Let’s begin the 40th BCS Preliminary Science Question Exam

Results

#1. নিম্নের কোনটি পাললিক শিলা?

#2. নিম্নের কোনটি বৃহৎ স্কেল মানচিত্র?

#3. সমবৃষ্টিপাত সম্পন্ন স্থানসমূহকে যোগকারী রেখাকে বলা হয়—

#4. বাংলাদেশের লাউয়াছড়া জাতীয় উদ্যান কি ধরণের বনভূমি?

#5. বাংলাদেশে সংঘটিত বন্যার রেকর্ড অনুযায়ী (১৯৭১-২০০৭) কোন সালের বন্যায় সবচেয়ে বেশী এলাকা প্লাবিত হয়?

#6. সার্ক দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্র কোথায় অবস্থিত?

#7. নীচের কোনটি জলজ উদ্ভিদ নয়?

#8. নীচের কোনটি মানবসৃষ্ট আপদ (hazard) নয়?

#9. বাংলাদেশের অর্থনৈতিক সেক্টরগুলোর মধ্যে কোন খাতে বেশী কর্মসংস্থান হয়?

#10. বাংলাদেশের উপকূলীয় সমভূমিতে বসবাসকারী জনগোষ্ঠী যে ধরণের বন্যা কবলীত হয় তার নাম-

#11. ??

#12. কোন কঠিন পদার্থ বিশুদ্ধ নাকি অবিশুদ্ধ তা কিসের মাধ্যমে নির্ণয় করা যায়?

#13. অ্যানোডে কোন বিক্রিয়া সম্পন্ন হয়?

#14. একটি বাল্বে “60W-220V” লেখা আছে। বাল্বটির রোধ কত ওহম (Ohm)?

#15. নবায়নযোগ্য জ্বালানীর উৎস—

#16. কার্বোহাইড্রেডে C, H এবং O-এর অনুপাত কত?

#17. AC কে DC করার যন্ত্র—

#18. বিদ্যুৎ শক্তিকে শব্দ শক্তিতে রূপান্তরিত করা হয় কোন যন্ত্রের মাধ্যমে-

#19. বাতাসের আর্দ্রতা মাপার যন্ত্রের নাম কি?

#20. কোথায় সাঁতার কাটা সহজ?

#21. ডিমে কোন ভিটামিন নেই?

#22. কোনটির জন্য পুষ্প রঙ্গিন ও সুন্দর হয়?

#23. সোডিয়াম এসিটেটের সংকেত-

#24. ক্যান্সার চিকিৎসায় ব্যবহৃত গামা বিকিরণের উৎস কি?

#25. খাদ্য তৈরীর জন্য উদ্ভিদ বায়ু থেকে গ্রহণ করে–

শেষ করুন

More Exams

Leave a Reply