৪৩তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার আবেদন(43rd BCS Preliminary Application) শুরু হয়েছে,যেটির বিজ্ঞপ্তি গত মাসে প্রকাশিত হয়েছিল।
আবেদন করার জন্য আপনাকে bpsc.teletalk.com.bd ওয়েব এড্রেসে গিয়ে Online Application for 43nd BCS Examination 2020 সিলেক্ট করতে হবে।
তারপর নিচের ইমেজের মত একটা ইমেজ পাবেন।
এখান থেকে আপনার কাঙ্ক্ষিত ক্যাডার পছন্দ করতে হবে। আপনি চাইলে জেনারেল ও প্রফেশনাল ক্যাডার একসাথে আবেদন করতে পারেন। এক্ষেত্রে আপনাকে তৃতীয় অপশন টি বেছে নিতে হবে।
এরপর আপনি নিচের ইমেজটি দেখতে পারবেন।
এগুলো যথাযত ভাবে পূরন করে, Next এ গিয়ে পরবর্তী ধাপগুলো পূরণ করে আবেদন সম্পন্ন করুন।