এসএসসির সংক্ষিপ্ত সিলেবাস ২০২১ (SSC Short Syllabus 2021 PDF) প্রকাশিত হয়েছে। কোভিড-১৯ পরিস্থিতির কারণে বাংলাদেশ সরকার এ সিদ্ধান্ত নিয়েছে।
এখানে বিজ্ঞান, বাণিজ্য ও মানবিক বিভাগের সিলেবাস দেওয়া হয়েছে। যার যে সাবজেক্ট আছে সে অনুযায়ী বেঁছে নিতে হবে।
Book List For Bank Job Preparation
এসএসসির সংক্ষিপ্ত সিলেবাস ২০২১
এখানে বিষয় ভিত্তিক এসএসসির সংক্ষিপ্ত সিলেবাস ২০২১ এর লিস্ট দেয়া হলঃ
১. বাংলা প্রথম পত্র
২. বাংলা দ্বিতীয় পত্র
৩. ইংরেজি প্রথম পত্র
৪. ইংরেজি দ্বিতীয় পত্র
৫. গণিত
৬. তথ্য ও যােগাযােগ প্রযুক্তি
৭. রসায়ন
৮. উচ্চতর গণিত
৯. পদার্থবিজ্ঞান
১০. জীববিজ্ঞান
১১. বাংলাদেশ ও বিশ্বপরিচয়
১২. বিজ্ঞান
১৩. অর্থনীতি
১৪. পৌরনীতি ও নাগরিকতা
১৫. বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা
১৬. ভূগােল ও পরিবেশ
১৭. হিসাববিজ্ঞান
১৮. ব্যবসায় উদ্যোগ
১৯. ফিন্যান্স ও ব্যাংকিং
২০. কৃষিশিক্ষা
২১. গার্হস্থ্য বিজ্ঞান
২২. চারু ও কারুকলা
২৩. ক্যারিয়ার শিক্ষা
২৪. শারীরিক শিক্ষা, স্বাস্থ্যবিজ্ঞান ও খেলাধুলা
২৫. ইসলাম ও নৈতিক শিক্ষা
২৬. হিন্দুধর্ম ও নৈতিক শিক্ষা
২৭.খ্রীষ্টধর্ম ও নৈতিক শিক্ষা
২৮. বৌদ্ধধর্ম ও নৈতিক শিক্ষা
সংক্ষিপ্ত সিলেবাস এক বারে ডাউনলোড করতে পারেন এখান থেকে
সব পিডিএফ একেবারে দেখতে পারেন এখান থেকে
এসএসসির সকল ছাত্র ছাত্রীদের অগ্রীম শুভকামনা।