বাংলাদেশের দ্বীপসমূহ থেকে বিসিএস সহ নানা চাকরির পরিক্ষায় প্রশ্ন আসে। তাই, এই বাংলাদেশের দ্বীপসমূহ নিয়ে পড়ার কোন বিকল্প নেই।
বাংলাদেশের দ্বীপসমূহ সম্পর্কে জানতে গেলে,প্রথমে জানতে দ্বীপ কাকে বলে?
“দ্বীপ হল এমন এক ভূমি/ভূখন্ড যার চারপাশে জলারশি থাকবে আর মাঝখানে থাকবে সেই ভূখন্ড”
পৃথিবীর অন্যান্য অঞ্চলের ন্যায় বাংলাদেশেও অনেক দ্বীপ রয়েছে। সেই সম্পর্কে আজ আলোচনা হবে।
বাংলাদেশের দ্বীপসমূহ
☑️ বাংলাদেশের সবচেয়ে দক্ষিণের দ্বীপের নাম ছেঁড়া দ্বীপ। এছাড়া এই দ্বীপকে দিয়া দ্বীপ বা ছেড়াদিয়া দ্বীপ হিসেবেও ডাকা হয়। এখানে সরকারি ভাবে বসবাস নিষিদ্ধ। জোয়ারের সময় এখানকার অনেকাংশই পানির নিচে চলে যায়। এটির ২০০০ সালে সন্ধান পাওয়া যায়।
☑️ ছেঁড়া দ্বীপের উপরে যে দ্বীপটি আছে সেটিই হচ্ছে সেন্ট মার্টিন। মূলত এই দুইটি দ্বীপ লাগোয়া ভাবে একই ভূখন্ডে অবস্থিত। যারা এখানে ভ্রমণ করেছেন, তারা বিষয়টি সম্পর্কে অবগত। সেন্ট মার্টিন দ্বীপকে আঞ্চলিক বিলা দ্বীপ বলা হয় এবং এর স্থানীয় নাম নারিকেল জিঞ্জিরা। খ্রিস্টান সাধু মার্টিনের নামানুসারে এই দ্বীপের নামকরণ। এখানে অলিভ টারটেল বা সামুদ্রিক কচ্ছপ পাওয়া যায়। এরা প্রায় ৫০০ বছর পর্যন্ত জীবিত থাকে।
☑️ জালিয়ার দ্বীপ অবস্থিত কক্সবাজারে।
☑️ সোনাদিয়া দ্বীপের অবস্থানও কক্সবাজার। মৎস্য আহরণ, অতিথি পাখির আগমন ও উপকূলীয় সবুজ বেষ্টনী ইত্যাদির জন্য বিখ্যাত। এই দ্বীপের অন্য নাম প্যারা দ্বীপ। এখানে সম্প্রতি ঘূর্ণিঝড় সতর্ক কেন্দ্র স্থাপিত হয়েছে।
☑️ দেশে ১৯টি সমুদ্র উপকূল বেষ্টিত জেলা রয়েছে এবং এর থেকে ১২টি জেলায় সবুজ বেষ্টনী গড়ে তোলা হয়েছে।
☑️ বাংলাদেশের একমাত্র পাহাড় বেষ্টিত দ্বীপ হচ্ছে মহেশখালী দ্বীপ। এখানে একটি মাত্রই পাহাড় রয়েছে যার নাম মৈনাক এবং এই পাহাড়ের উপর আদিনাথ/শিব মন্দির রয়েছে। এই দ্বীপকে দেশের একমাত্র ডিজিটাল দ্বীপও বলা হয়।
☑️কুতুবদিয়াকে বলা হয় লাইট হাউজের দ্বীপ বা বাতিঘরের দ্বীপ। এখানে বাতিঘরের প্রচলন ঘটান নেয়ার বার্মিংহাম।
☑️ শাহ পরী নামে আরও একটা দ্বীপ রয়েছে কক্সবাজার। রোহিঙ্গারা বাংলাদেশে এই দ্বীপ হয়ে প্রবেশ করেছে।
☑️ সন্দীপ দ্বীপ অবস্থিত চট্রগ্রামে। প্রাচীনকালে সামুদ্রিক জাহাজ তৈরির কারণে এটি বিখ্যাত। দেশের বৃহত্তম সৌর কেন্দ্র এখানে।
☑️ নিঝুম দ্বীপ বাংলাদেশের নোয়াখালী জেলার হাতিয়া উপজেলায় অবস্থিত। এর পুরানো নাম বাউলার চর, ইছামতী দ্বীপ, চর ওসমান ইত্যাদি। ১৯৫০ সালে এটি নোয়াখালীর মাঝিদের দ্বারা আবিষ্কৃত হয়। এটি মেঘনা নদীর মোহনায় অবস্থিত। এটিকে হরিণের অভয়ারণ্য বলা হয়। টাইডাল বন হিসেবে সুন্দরবনের পর এই দ্বীপের অবস্থান।
☑️ বঙ্গবন্ধু দ্বীপ সুন্দরবনের দক্ষিণে বাগের হাটের মোংলা উপজেলায় অবস্থিত। মালেক ফরাজি নামক এক জেলে এটি আবিষ্কার করেন।
☑️ বঙ্গবন্ধু আইল্যান্ড সম্প্রতি নোয়াখালী জেলায় জেগে ওঠা এক ছোট্ট ভূখন্ড।
☑️ ভোলার অনেক পরিচয় রয়েছে। যেমন, বৃহত্তম দ্বীপ, একমাত্র দ্বীপ জেলা, সাগর দ্বীপ, দ্বীপের রাণী ইত্যাদি।
☑️ মনপুরা দ্বীপের অবস্থান ভোলাতে। এখানে পর্তুগীজরা বসবাস করতো বলে এটি বিখ্যাত।
☑️ নোয়াখালীর আরেকটা দ্বীপ হচ্ছে সুবর্ণ দ্বীপ, এর অন্য নাম স্বর্ণ দ্বীপ।
☑️ বিহঙ্গ দ্বীপের অবস্থান বরগুনাতে।
☑️ পুতনী দ্বীপটি সাতক্ষীরার মালঞ্চ নদীর মোহনায় অবস্থিত।
আরও পড়ুন