কারক ও বিভক্তি সেই মাধ্যমিক থেকে আমাদের পিছে লেগেছে এবং চাকরী পাবার আগ পর্যন্ত এটা আপনাকে ছাড়বে না।
সুতরাং, বোঝায় যাচ্ছে এই কারক ও বিভক্তি আমাদের শিক্ষা জীবনে কতটা গুরুত্বপূর্ণ। বাংলা ব্যাকরণে ছয় প্রকারের কারক রয়েছে এবং প্রতি কারক কেই আবার সাতটি বিভক্তি তে ভাগ করা যায়।
কিন্তু এই কারক ও বিভক্তি কি জিনিস? কীভাবে এটা চেনা যাবে? এসকল প্রশ্নের উত্তর নিয়ে আমাদের আয়োজন।
ছয় প্রকার কারকঃ
- কর্তৃ
- কর্ম
- করণ
- সম্প্রদান
- অপাদান এবং
- অধিকরণ
তাই এই কারক ও বিভক্তি শেখা অনেকের জন্য কষ্টসাধ্য। অনেকে মুখস্ত করে এটা মাথায় রাখতে চান। কিন্তু যখন কমন না পড়ে তখন আর উত্তর করা সম্ভব হয়ে ওঠে না। ফলে নিশ্চিত ১ বা ২ মার্ক হাত ছাড়া হয়ে যায়।
আরও পড়তে পারেন: বিসিএস প্রিলিমিরানি পরীক্ষার পুর্ণাঙ্গ সিলেবাস
কারক ও বিভক্তি নিয়ে সবুজ একাডেমি এর সবুজ ভাই চমৎকার দুটি ভিডিও বানিয়েছেন। আশা করি আপনাদের স্বল্প পরিমাণ হলেও উপকার পাবেন।
পর্ব ০১: কর্তৃ ও কর্ম কারক পর্ব
পর্ব ০২: করণ, সম্প্রদান, অপাদান ও অধিকরন কারক পর্ব
আশা করি, উপরের দুই পর্বের ভিডিও দ্বারা উপকৃত হবেন। কোন সমস্যা মনে করলে আমাদের এখানে বা ডিভিওর নিচে কমেন্ট করার অনুরোধ রইল।