প্রণালী আন্তর্জাতিক বিষয়ক সাধারণ জ্ঞানের একটা গুরুত্বপূর্ণ বিষয়। সব পরীক্ষায় কম বেশি প্রণালী থেকে প্রশ্ন আসে। প্রণালী সম্পর্কে জানতে গেলে প্রথমে জানতে হবে, প্রণালী কাকে বলে?
প্রণালী কাকে বলে?
প্রণালী হচ্ছে সংকীর্ণ জলরাশি যা দুটো বৃহৎ জলরাশিকে যুক্ত করেছে এবং এবং দুইটা স্থল ভাগকে আলাদা করেছে। আমরা এখন পৃথিবীর বিখ্যাত প্রণালী গুলো সম্পর্কে জানবো।
প্রণালী | যাদের যুক্ত করেছে | যাদের পৃথক করেছে |
---|---|---|
জিব্রাল্টার প্রণালী | উত্তর আটলান্টিক মহাসাগর + ভূমধ্যসাগর | ইউরোপ – আফ্রিকা স্পেন -মরক্কো |
ইংলিশ চ্যানেল | আটলান্টিক মহাসাগর + উত্তর সাগর | বিট্রেন – ফ্রান্স |
ডোভার প্রণালী | ইংলিশ চ্যানেল + উত্তর সাগর | বিট্রেন – ফ্রান্স |
বেরিং প্রণালী | বেরিং সাগর + উত্তর মহাসাগর | উত্তর আমেরিকা – এশিয়া যুক্তরাষ্ট্র – রাশিয়া |
ফ্লোরিডা প্রণালী | মেক্সিকো উপসাগর + আটলান্টিক মহাসাগর | যুক্তরাষ্ট্র – কিউবা |
ডেভিস প্রণালী | বাফিন সাগর + লাব্রাডার সাগর | গ্রিনল্যান্ড – কানাডা |
বসফরাস প্রণালী | কৃষ্ণসাগর + মর্মর সাগর | এশিয়া – ইউরোপ |
দার্দানেলিস প্রণালী | ইজিয়ান সাগর + মর্মর সাগর | এশিয়া – ইউরোপ |
হরমুজ প্রণালী | পারস্য উপসাগর + ওমান উপসাগর | UAE – ইরান |
বাব-এল-মানদেব | আরব সাগর + লোহিত সাগর | এশিয়া – আফ্রিকা |
পক প্রণালী | বঙ্গোপসাগর + মান্নার উপসাগর | ভারত – শ্রীলঙ্কা |
মালাক্কা প্রণালী | আন্দামান সাগর + দক্ষিন চীন সাগর | মালয়েশিয়া – ইন্দোনেশিয়া |
সুন্দা প্রণালী | জাভা সাগর + ভারত মহাসাগর | সুমাত্রা – জাভা |
কোরিয়া প্রণালী | পূর্ব চীন সাগর + জাপান সাগর | দক্ষিণ কোরিয়া – জাপান |
ফারমোজা প্রণালী | পূর্ব চীন সাগর + দক্ষিণ চীন সাগর | তাইওয়ান – চীন |
আরও পড়ুন