নারী শব্দটা আমাদের নিতান্তই প্রিয়। কারণ এই নারীর গর্ভেই আমাদের জন্ম। আজ জানবো কিছু নারী সম্পর্কিত এক কথায় প্রকাশ।
আমরা এই এক কথায় প্রকাশ নানা সময়ে আমাদের কথাবার্তায় ব্যবহার করি। আশা করি, এই এক কথায় প্রকাশ গুলো আপনাদের সামাজিক জীবনে ও চাকরি পরীক্ষায় কাজে আসবে।
নারী সম্পর্কিত এক কথায় প্রকাশঃ
- যে নারীর স্বামীর বিদেশে থাকে = প্রাষিতভর্তৃকা
- যে নারীর দুটি পুত্র = দ্বিপুত্রিকা
- যে নারীর সন্তান বাচে না = মৃতবত্সা
- যে নারীর সন্তান হয় না = বন্ধ্যা
- যে নারীর স্বামী দ্বিতীয় বিয়ে করেছে = অধিবিন্না
- যে নারীর হিংসা নেই = অনসূয়া
- যে নারীর বিয়ে হয় না = অনূঢ়া
- যে নারীর পাঁচ স্বামী = পঞ্চভর্তৃকা
- যে নারী অতি উজ্জ্বল ও ফর্সা = মহাশ্বেতা
- যে নারী সমূহ গামিনী = বারাঙ্গনা
- যে নারী শিশুসন্তানসহ বিধবা = বালপুত্রিকা
- যে নারী সূর্যকে দেখে না = অসূর্যস্পশ্যা
- যে নারীর হাসি কুটিলতা বর্জিত = শুচিস্মিতা
- যে নারীর সম্প্রতি বিয়ে হয়েছে = নবাঢ়া
- যে নারীর বিয়ে হয়েছে = উড়া
- যে নারীর বিয়ে হয় নি = কুমারী
- যে নারী আনন্দ দান করে = বিনােদিনী
- যে নারী চিরকাল পিতার গৃহে থাকে = চিরন্টী
- যে নারী বীর = বীরাঙ্গনা
- যে নারী অঘটন ঘটাতে পারদর্শী= অঘটনঘটনপটিয়সী
- যে নারীর সহবাসে মৃত্যু হয় = বিষকন্যকা
- যে নারী একবার সন্তান প্রসব করেছে = কাকবন্ধ্যা
- যে নারী পূর্বে অন্যের স্ত্রী ছিল = অন্যপূর্বা
- যে নারী চিত্রে অর্পিতা = চিত্রাপিতা
- যে নারী দুগ্ধবতী = পয়স্বিনী
- যে নারীর হাসি সুন্দর = সুস্মিতা
- যে নারী প্রিয় কথা বলে = প্রিয়ংবদা
- যে নারী বীর সন্তান প্রসব করে = বীরপ্রসূ
- যে নারী সৌষ্ঠব সম্পন্না = অঙ্গনা
- যে নারী সুন্দরী = রামা
- যে নারী সাগরে বিচরণ করে = সাগরিকা
- যে নারীর স্বামী ও পুত্র জীবিত = পুরন্ধ্রী, বীরা
- যে নারীর স্বামী ও পুত্র মৃত = অবীরা
আরও পড়ুন