The 42nd BCS Preliminary Question Exam with Answer or Solution is given here. You can examine yourself by answering these questions.
This examination will help you to get prepared for the next competitive exams.
If you want to read the 42nd BCS Preliminary Question and answer, Go to the last portion of this page and Press শেষ করুন. Then you will find the answer to each question.
আপনি এখান থেকে ৪২তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার প্রশ্নপত্রে পরীক্ষা দিতে পারবেন। আপনি যদি পরীক্ষা না দিয়ে পড়তে চান, তাহলে এই পৃষ্ঠার শেষে গিয়ে শেষ করুন চাপুন। তাহলে আপনি সঠিক উত্তরগুলো দেখতে পারবেন এবং সহজে পড়তে পারবেন।
Let’s Start 42nd BCS Preliminary Question Exam
#1. অধিত্যকা এর বিপরীতার্থক শব্দ কোনটি?
#2. ‘Notification’ -এর বাংলা পরিভাষা কোনটি?
#3. ঐহিক এর বিপরীত শব্দ কোনটি?
#4. কোনটি শুদ্ধ নয়?
#5. সঠিক বানান নয় কোনটি?
#6. বাংলা আদি অধিবাসীগণ কোন ভাষাভাষী ছিলেন?
#7. কোন সাহিত্যকর্মে সান্ধ্যভাষার প্রয়োগ আছে?
#8. সবুজপত্র পত্রিকাটির সম্পাদক কে?
#9. মুক্তিযুদ্ধভিত্তিক নভেল কোনটি?
#10. ‘বাবা’ কোন ভাষার অন্তর্গত শব্দ?
#11. ‘অনুকম্পা’ শব্দের ইংরেজি কোনটি?
#12. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ‘অসমাপ্ত আজীবনী প্রথম প্রকাশিত হয় কত সালে?
#13. ‘কিত্তনখােলা’ নাটকটির বিষয় -
#14. মধ্যপদলোপী কর্মধারয় সমাস কোনটি?
#15. বাক্যের দুটি অংশ থাকে -
#16. মহাকবি আলাওল রচিত কাব্য-
#17. 'উদ্বাসন' শব্দের অর্থ কী?
#18. “যিনি ন্যায়শাস্ত্র জানেন” এর এককথায় প্রকাশিত রূপ হলাে-
#19. আমার জ্বর জ্বর লাগছে- ‘জ্বর জ্বর’ শব্দ দুটি অবিকৃতভাবে উচ্চারিত হওয়াকে বলে-
#20. শুদ্ধ বাক্য নয় কোনটি?
#21. কৃষ্টি শব্দের সঠিক প্রকৃতি-প্রত্যয় --
#22. মানুষের দেহের যে সব অঙ্গ-প্রতঙ্গ ধ্বনি তৈরিতে সহায়তা করে তাকে বলে?
#23. উলুবনে মুক্ত ছড়ানাে প্রচলিত এমন শব্দগুচ্ছকে বলে-
#24. What is the correct indirect form of: He, “You had better see a doctor”
#25. Identify the word that remains the same in plural form --
#26. Which word is correct?
#27. To doctor an animal means-
#28. The word “flying” in the sentence “Look at the flying bird” is -
#29. Identify the determiner in the sentence “Bring me that book”
#30. “A Passage to India” is written by-
#31. What is the meaning of “musk”?
#32. Go and catch the falling star. Here the “falling” is-
#33. Hasan has read most of the ____ of Shakespeare.
#34. Who wrote Dr. Zivago?
#35. Fill in gap with correct form of verb: The police _____ informed yesterday.
#36. Complete the sentence. If I were you, I ____ take the money.
#37. Would you please find out Bangladesh _____ the map?
#38. Liza had given me two____ .
#39. “Giving someone the cold shoulder” means-
#40. “September on Jessore Road” is written by-
#41. Identify the correctly spelled one.
#42. What is the function of a topic sentence?
#43. For God’s sake, hold your tongue and let me love” occurs in a novel by-
#44. ১ থেকে ৪৯ পর্যন্ত সংখ্যাগুলোর গড় কত?
#45. টাকায় ৩টি এবং টাকায় ৫ টি করে সমান সংখ্যক আমলকি ক্রয় করে এক ব্যক্তি টাকায় ৪টি করে আমলকি বিক্রয় করলেন। ঐ ব্যক্তির শতকরা কত লাভ বা ক্ষতি হলাে তা নির্ণয় করুন।
#46. নিচের ধারার শেষ সংখ্যা কত? ৩, ৯, ২৭, ৮১, ….?
#47. secA + tanA =5/2 হলে, secA – tanA=?
#48. বৃত্তের ব্যাস চারগুণ বৃদ্ধি করলে ক্ষেত্রফল কতগুণ বৃদ্ধি পাবে?
#49. ৩০ কি.মি পথ পাড়ি দিতে জয়নুলের রনির থেকে ২ ঘণ্টা সময় বেশি লেগেছে। জয়নুল যদি তার গতি দ্বিগুণ করত তাহলে রনির থেকে ১ ঘণ্টা সময় কম লাগত। জয়নুলের গতি কত ছিল?
#50. 5+8+11+14+…… ধারাটির কত তম পদ 302?
#51. নিচের প্রশ্নবােধক স্থানে কোনটি বসবে? 15/A, G/21, 28/N, ?/?
#52. এক ব্যক্তি ব্যাংকে ৫১০ টাকার চেক দিয়ে ২০ টাকাযর এবং ৫০ টাকার নােট প্রদানের জন্য অনুরােধ করলেন। কত প্রকারে তাঁর অনুরােধ রক্ষা করা সম্ভব?
#53. logx 1/9 = -2 হলে, x এর মান কোনটি?
#54. একটি চৌবাচ্চায় ৮০০০ লিটার পানি ধরে। চৌবাচ্চাটির দৈর্ঘ্য ২.৫৬ মিটার এবং প্রস্থ ১.২৫ মিটার। চৌবাচ্চাটির গভীরতা কত?
#55. এক বর্ণক্ষেত্রের এক বাহু অপর একটি বর্গক্ষেত্রের পরিসীমার সমান হলে বর্গক্ষেত্র দুটির কর্ণের অনুপাত কত হবে?
#56. আপনার মােবাইল ফোনের মাসিক বিল এসেছে ৪২০ টাকা। যদি ১ বছর পর ১০% বৃদ্ধি পায় এবং আরাে ৬ মাস পর ২০% বৃদ্ধি পায়, তাহলে ১৮ মাস পর আপনার বিল কত হবে?
#57. P(A) =1/3; P(B) = 2/3; A ও B স্বাধীন হলে P(B/A)=?
#58. x^2-3x-10>0 অসমতাটির সমাধান কোনটি?
#59. যদি ICE : COLDNESS , Your EARTH: ?
#60. ??
#61. গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের খসড়া সর্বপ্রথম গণপরিষদে ১৯৭২ সালের কোন তারিখে উত্থাপিত হয়?
#62. নওগাঁ জেলার পাহাড়পুরে অবস্থিত “সোমপুর বিহার” এর প্রতিষ্ঠাতা কে?
#63. বাংলাদেশের প্রথম সামুদ্রিক গ্যাসক্ষেত্র কোনটি?
#64. বাংলাদেশ সরকারী কর্ম কমিশন সংবিধানের কত অনুচ্ছেদ অনুযায়ী গঠিত?
#65. প্রতিবছর কোন তারিখে বাংলাদেশ জাতীয় জনসংখ্যা দিবস পালন করা হয়?
#66. Global Vaccine Summit অনুষ্ঠিত হয়-
#67. ১৯৭১ সালে মুজিব সরকার কর্তৃক প্রকাশিত পত্রিকার নাম ছিল-
#68. রাষ্ট্রভাষা আন্দোলনে কোন সংস্থা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে?
#69. WIPO এর সদর দপ্তর কোথায় অবস্থিত?
#70. বাংলাদেশের বর্তমান সভাপতির পূর্বে কোন দেশ CVF- এর সভাপতি ছিল?
#71. ১৯৪৮-১৯৫২ সালের ভাষা আন্দোলনের সময় ‘ভাষা দিবস’ হিসেবে কোন দিনটি পালন করা হতাে?
#72. বাঙ্গালি উপভাষা অঞ্চল কোনটি?
#73. কৃষিক্ষেত্রে রবি মৌসুম কোনটি?
#74. D-8 Organization for Economic Cooperation বা D8 এর দশম শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে?
#75. কোন দেশটি সম্প্রতি ইসরাইলের সাথে কুটনতিক সম্পর্ক স্থাপন করেছে?
#76. ‘সাবাস বাংলাদেশ’ ভাস্কর্যটির স্থপতি কে?
#77. ঢাকা গেইট এর নির্মাতা কে?
#78. গ্রীন হাউস গ্যাসসমূহ নিঃসরণ নিয়ন্ত্রণ সংক্রান্ত চুক্তি “The Kyoto Protocol” জাতিসংঘ কর্তৃক কত সালে গৃহীত হয়?
#79. কোনটি “Bretton Woods Institutions” এর অন্তর্ভূক্ত?
#80. কোন চুক্তির মাধ্যমে ইউরোপের “Thirty years’ war” এর সমাপ্তি ঘটে?
#81. বাংলাদেশে প্রধান বীজ উৎপাদনকারী সরকারি প্রতিষ্ঠান-
#82. ব্রিটিশ কৃষি বিপ্লব কখন সংঘটিত হয়েছিল?
#83. মার্কিন-তালেবান ঐতিহাসিক চুক্তি স্বাক্ষরিত হয়-
#84. বাংলাদেশের জাতীয় আয়ে কোন খাতে প্রবৃদ্ধির হার সবচেয়ে বেশি?
#85. ডিসেম্বর-২০২০ এ অনুষ্ঠিত বাংলাদেশ-ভারত দ্বিপাক্ষিক ভার্চুয়াল শীর্ষ সম্মেলনে কয়টি সমোঝতা স্মারক স্বাক্ষরিত হয়?
#86. ১৯৭১ সালে ‘The Concert for Bangladesh’ কোথায় অনুষ্ঠিত হয়?
#87. নিচের কোনটি মুক্তিযুদ্ধভিত্তিক স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র?
#88. সম্প্রতি (সেপ্টেম্বর ২০২০) কোন অঞ্চলের নিয়ন্ত্রণ নিয়ে আজারবাইজান ও আর্মেনিয়ার মাঝে সংঘর্ষ হয়?
#89. কোথায় শেনজেন (Schengen) চুক্তি স্বাক্ষরিত হয়?
#90. আধুনিক মেধাভিত্তিক সিভিল সার্ভিসের এর উন্মেষ ঘটে কোন দেশ হতে?
#91. Sustainable Development Goals (SDG) কয়টি?
#92. বাংলাদেশের ছয় ঋতুর সঠিক অনুক্রম কোনটি?
#93. কোনটি যমুনার উপনদী?
#94. বঙ্গবন্ধু কত সালে এবং কোন শহরে জােট নিরপেক্ষ আন্দোলনের শীর্ষ সম্মেলনে অংশগ্রহণ করেন?
#95. IUCN এর কাজ হলাে বিশ্বব্যাপী-
#96. কার্টাগেনা প্রটোকল কোন সালে স্বাক্ষরিত হয়?
#97. কোন তারিখে মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের উপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা পনরায় আরােপ করে?
#98. বঙ্গভঙ্গের ফলে কোন নতুন প্রদেশ সৃষ্টি হয়েছিল?
#99. মুক্তিযুদ্ধ জাদুঘর কত সালে প্রতিষ্ঠিত হয়?
#100. ভারতে বছরের কোন দিনটি সিভিল সার্ভিস দিবস (Civil Service Day) হিসেবে পালিত হয়?
Read More