বিগত বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় আসা কারক ও বিভক্তি এবং সমাস

কারক ও বিভক্তি এবং সমাস যেগুলো বিগত বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় আসছে তা নিয়ে আমরা আলোচনা করবো।

এগুলোর সাথে আমাদের নাড়ির সম্পর্ক। সেই মাধ্যমিক লেভেল থেকে আমরা এগুলো অধ্যায়ন করে আসছি। যেগুলো কি-না বাংলাদেশের সবচেয়ে প্রতিযোগিতামূলক পরীক্ষা বিসিএসেও আসে। তাইলে, নিজেকে একটু ঝালাই দেয়া যাক।

এখান থেকে চাইলে আপনি পরীক্ষা দিয়ে নিজেকে যাচাই করতে পারেন অথবা যদি শুধুমাত্র পড়তে চান, তাহলে পোস্টের শেষ অংশে গিয়ে শেষ করুন বাটন চাপুন। তখন আপনি সঠিক উত্তর গুলো দেখতে পাবেন।

বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় আসা কারক ও বিভক্তি এবং সমাস

Results

Share your score!
Tweet your score!
Share to other

#1. বাক্যের ক্রিয়ার সাথে অন্যান্য পদের যে সম্পর্ক তাকে কী বলে?

#2. দ্বারা, দিয়া, কর্তৃক- বাংলা ব্যাকরণ অনুযায়ী কোন বিভক্তি?

#3. কোনটি অপাদান কারক?

#4. 'সর্বাঙ্গে ব্যাথা, ঔষধ দিব কোথায়' - এ বাক্যে "ঔষধ" শব্দ কোন কারকে কোন বিভক্তির উদাহরণ?

#5. আকাশে তাে আমি রাখি নাই মাের উড়িবার ইতিহাস।- এই বাক্যে 'আকাশে' শব্দটি কোন কারকে কোন বিভক্তির উদাহরণ?

#6. নিম্নলিখিত কোন বাক্যে করণ কারকে শূন্য বিভক্তি ব্যবহৃত হয়েছে?

#7. উপমান কর্মধারয় সমাসের উদাহরণ কোনটি?

#8. কোনটি ব্যতিহার বহুব্রীহির উদাহরণ?

#9. ‘পুষ্পসৌরভ’ কোন সমাসের উদাহরণ?

#10. ‘জলে-স্থলে’ কী সমাস ?

#11. “বিস্ময়াপন্ন” সমস্ত পদটির সঠিক ব্যাসবাক্য কোনটি ?

#12. বহুব্রীহি সমাসবদ্ধ পদ কোনটি?

#13. ‘জজ সাহেব’ কোন সমাসের উদাহরণ?

#14. 'আলোছায়া' পদটি কোন সমাসের অন্তর্গত?

#15. সমাসবদ্ধ শব্দ 'আনত' কন সমাসের উদাহরণ?

#16. 'জ্যোৎস্নারাত' কোন সমাসের দৃষ্টান্ত ?

#17. সমাস ভাষাকে কী করে?

#18. প্রত্যক্ষ কোন বস্তুর সাথে পরোক্ষ কোন বস্তুর তুলনা করলে প্রত্যক্ষ বস্তুটিকে বলা হয় ______ ।

#19. 'নবান্ন' শব্দটি কোন প্রক্রিয়ায় গঠিত?

#20. 'লাঠালাঠি' - এটি কোন সমাস?

#21. যে সমাসের পূর্বপদ সংখ্যাবাচক এবং সমস্তপদের দ্বারা সমাহার বোঝায়, তাকে বলে-

#22. চাঁদমুখ এর ব্যাসবাক্য হলো-

#23. যে সমাসের ব্যাসবাক্য হয় না, কিংবা তা করতে গেলে অন্য পদের সাহায্য নিতে হয়, তাকে বলা হয়____।

#24. কোনটি দ্বন্দ্ব সমাসের উদাহরণ?

#25. মধ্যপদলােপী কর্মধারয়ের উদাহরণ কোনটি?

শেষ করুন
কারক ও বিভক্তি এবং সমাস

আরও পড়ুন

Leave a Reply